Wellcome to National Portal
Main Comtent Skiped

আউট অফ স্কুল চিলড্রেন এডুকেশন কর্মসূচি

         

পিইডিপি-৪ এর সাব-কম্পোনেন্ট ২.৫ আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম:

রংপুর জেলায় রংপুর সিটি কর্পোরেশনসহ মোট ৫টি উপজেলায় আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম চলমান আছে। এই প্রকল্পের আওতায় লিড এনজিও হিসেবে ইএসডিও (ESDO) সংস্থা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কর্তৃক নির্বাচিত হয়েছে। সহযোগী সংস্থা হিসেবে রংপুর সিটি কর্পোরেশন এলাকায় পথ সংস্থা, পীরগঞ্জ উপজেলায় Self Development Initiatives (SDI), কাউনিয়া উপজেলায় Cresent এবং পীরগাছা উপজেলায় Urban Development and Welfare Organization (UDWO) সংস্থা কাজ করছেন| আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন কর্মসুচির আওতায় রংপুর জেলার রংপুর সিটি কর্পোরেশন এলাকায় ১৪০টি, রংপুর সদর, মিঠাপুকুর, কাউনিয়া, পীরগঞ্জ ও পীরগাছা উপজেলায় ৭০টি করে মোট ৪৯০টি শিখন কেন্দ্র চলমান রয়েছে।

কর্মসূচির উদ্দেশ্য:

উপানুষ্ঠানিক প্রাথমিক শিক্ষা কার্যক্রমের মাধ্যমে বিদ্যালয় বহির্ভূত (ঝরে পড়া এবং ভর্তি না হওয়া) ৮-১৪ বছরের শিশুদেরকে প্রাথমিক শিক্ষা গ্রহনের জন্য দ্বিতীয় বার সুযোগ দেয়া এবং আনুষ্ঠানিক শিক্ষার মূল ধারায় নিয়ে আসা।